Voice of Chairman
Voice of Chairman

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির সার্বিক উন্নয়ন তথা গ্লোবাল অর্থনীতির ঘূর্ণায়মান চাকার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অর্থনৈতিক ভীত মজবুত করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কখনই সম্ভব নয়। তাইতো দীর্ঘ দিনের অভিজ্ঞতার উপর ভর করে মানবিক মূল্যবোধ সম্পন্ন সুখী সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত আলোকিত সমাজ গঠনের মাধ্যমে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে Chittagong READ Foundation এর এক ঝাঁক সাহসী, দায়িত্বনিষ্ঠ, উদ্যমী, ন্যায়নীতি পরায়ণ তরুণ মেধাবী যুবকের সহযাত্রী হয়ে সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়া দিয়ে চট্টলার প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “সাউথ এশিয়ান কলেজ চিটাগং” প্রতিষ্ঠার প্রয়াস পেয়েছি।

প্রাণপ্রিয় এ প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বস্তরের জনগণের সেবা করার অঙ্গীকার বাস্তবায়নে আমি সকল মহলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করছি।

 

আবু বকর সিদ্দিক, এফ.সি.এম.এ 
সভাপতি, সাউথ এশিয়ান কলেজ চিটাগং
এক্সিকিউটিভ ডিরেক্টর, GPH Group 
Ex-CEO, Chittagong Stock Exchange

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 07 Oct, 2024 04:23 AM
©EduTech-SoftwarePlanet