Voice of Principal
Voice of Principal

 সাউথ এশিয়ান কলেজে যোগদানের সাথে আমি পেয়েছি নতুন এক জগত, যেখানে প্রত্যেকটি স্তর নতুনত্বে সজ্জিত। এই কলেজের প্রত্যেকটি শ্রেণিকক্ষে রয়েছে Multimedia, Animation, Games, Puzzle, Screentouch Whiteboard ইত্যাদি আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষাদান করা হয়। ছাত্র-শিক্ষক অনুপাতও প্রশংসনীয়। দশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। এ কলেজ শুধু আধুনিক প্রযুক্তিতেই সমৃদ্ধ নয়, এখানে রয়েছে সৃজনশীলে পারদর্শী এক ঝাঁক প্রশিক্ষিত তরুণ ও মেধাবী শিক্ষকমণ্ডলী। এ কলেজের পাঠদান পদ্ধতি ও সার্বিক নিয়ম কানুন একজন কম GPA প্রাপ্ত শিক্ষার্থীর হৃদয়ে লালিত স্বপ্নের সাফল্যে পৌঁছাতে শতভাগ নিশ্চিত ভূমিকা রাখে। 

অতএব একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান আপনাদের সন্তানদের আমাদের এ কলেজে ভর্তি করালে, তাদের সুন্দর ভবিষ্যৎ বিনিমার্ণ ও কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ আমাদের ক্যাম্পাস পরিদর্শনে আপনাকে স্বাগত।

 মো. তানভীরুল হক 

CEO, সাউথ এশিয়ান কলেজ চিটাগং 
 

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 19 Sep, 2025 06:30 AM
©EduTech-SoftwarePlanet